শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, শেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত। ছবি: বার্তা২৪.কম

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত। ছবি: বার্তা২৪.কম

সারাদেশের ন্যায় শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এরপর জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

পরে সকাল ৮টায় সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১০টায় বিজয় দিবস উদযাপন সম্পর্কিত ভাচুর্য়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।