স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মোদি বাংলাদেশ আসবেন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে ঢাকায় স্ব শরীরে আসার আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণ গ্রহণ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)  বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল বৈঠক শেষে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রী বলেন, দোয়া করেন এই করোনা আপদ যেন কেটে যায় আর ভারতের প্রধানমন্ত্রী যেন নির্বিঘ্নে আসতে পারেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে আমাদের যে বিজয় তার জন্য আপনারা জানেন ভারত ওতোপ্রোতভাবে সাহায্য করেছে। আমাদের বিজয়ের জন্য তারাও রক্ত দিয়েছে। বাংলাদেশ ও ভারতের মতো সম্পর্ক বিশ্বে বিরল। ভারত বাংলাদেশের বিজয়কে নিজের বিজয় হিসেবে মনে করে।আজকে বিজয় দিবসের উদযাপন তারা যৌথভাবে করছে। এত বড় দেশ, এটা তাদেরও বিজয়। শুধু ভারতের সাথে না সারা বিশ্বের সাথে আমরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান করব। এটা আমাদের বড় কূটনৈতিক বিজয়। তাইতো স্বাধীনতার ৫০ বছর পূর্তিকে স্বইচ্ছাই উদযাপনের আগ্রহ দেখিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, করোনা টিকা পাওয়ায় সঙ্গে সঙ্গে ভারত তা বাংলাদেশকে দেবে বলে অঙ্গীকার করেছে। বাংলাদেশ তিন কোটি টিকা সংগ্রহ করার চেষ্টা যা অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে প্রদান করা হবে।

এর আগে সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দিল্লি থেকে এক ভার্চ্যুয়াল বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, শান্তিপূর্ণ সীমান্ত, বাণিজ্য সহযোগিতা, কানেকটিভিটি, কোভিড সহযোগিতা, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয় এ বৈঠকে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাণিজ্য, কৃষি, জ্বালানি ও পরিবেশসহ অন্যান্য বিষয়ে এসব সমঝোতা হয়।

বাংলাদেশের পক্ষে স্ব স্ব বিভাগের প্রধান কর্মকর্তারা এবং ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী চুক্তিগুলোতে সই করেন।