বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে যাওয়া নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মোটরসাইকেল ঘুরানোর সময় অসাবধানতাবশত রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ফুল দেওয়ার বেদির একপাশের দুটি টাইলস ভেঙে যাওয়াকে কেন্দ্র করে কোনো ধরনের ভুল তথ্য দিয়ে গুজব বা বিভ্রান্তি না ছাড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা।

বিজ্ঞাপন

তিনি তার ফেসবুকে লিখেছেন, বালিয়াকান্দি উপজেলাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের নিচে ফুল রাখার স্থানের টাইলস ভাঙার খবরে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার নির্দেশে সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনাস্থলে স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন এবং আশেপাশে অবস্থিত জনগণের সাথে কথা বলেন।

বিজ্ঞাপন
ফেসবুক স্ট্যাটাস

সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১টা ২২মিনিটে বর্ণিত ম্যুরালের সামনে অবস্থিত পার্কিং করা মোটরসাইকেল বের করার সময় অজ্ঞাত পরিচয়ের একজন ব্যক্তির মোটরসাইকেলের পিছনের অংশের সাথে লেগে দুইটি টাইলসের টুকরা ভেঙে যায়।

উল্লেখ্য, মূল ম্যুরালটি অক্ষত রয়েছে। সার্বিক বিবেচনায় তদন্ত কমিটি জানান যে, টাইলস ভাঙার সাথে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল না, নিতান্তই অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে বলে প্রতীয়মান হয়।

তদন্ত কমিটি ভবনের যে অংশে ম্যুরালটি স্থাপিত, সেই অংশের সামনে মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন যাতে পার্কিং করা না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। সেই সাথে বর্ণিত অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির সন্ধান করা হচ্ছে। খুব শিগগিরই তাকে খুঁজে বের করা হবে।

এছাড়া ভেঙে যাওয়া টাইলসটি মেরামতের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানোর জন্য সকলকে অনুরোধ করা হল।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বলেন, ঘটনাটি ঘটেছে অসাবধানতাবশত। এটি কোনো নাশকতা নয়। এব্যাপারে কাউকে আটক করা হবে না।

উল্লেখ্য, বালিয়াকান্দি স্টেডিয়াম সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের ফুলের বেদির দুটি টাইলস সোমবার ১১টা ২২ মিনিটের সময় পার্কিং করা একটি মোটরসাইকেলের পিছনের আঘাতে ভেঙে যায়। এই ঘটনা নিয়ে অনেকেই ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারই প্রেক্ষিতে প্রশাসন বিভ্রান্তি না ছড়ানোর জন্য আহ্বান জানান।