চুয়াডাঙ্গায় শীতজনিত রোগে ২ নবজাতকের মৃত্যু
শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় দুই নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই নবজাতক শিশু মারা যায়।
মৃত শিশুরা হলো- সদর উপজেলার বোয়ালমারী গ্রামের দিবাকর কুমারের চার দিনের ছেলে জয় ও সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের দুই দিন বয়সী ছেলে সোয়াইদ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাব হোসেন জানান, ঠান্ডাজনিত কারণে ওই দুই শিশু মারা গিয়েছে। ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে গত দু-তিন দিন ধরে রোগী বেশি আসছে।
বুধবার বেলা ১২ টা পর্যন্ত সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ২৩ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিল। এর মধ্যে ১৭ জনই শিশু।