শার্শায় কৃষি জমিতে মাটি কাটার দায়ে ২ জনকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বারর্তা২৪.কম, বেনাপোল, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

শার্শায় কৃষি জমিতে মাটি কাটার দায়ে ২ জনকে জরিমানা

শার্শায় কৃষি জমিতে মাটি কাটার দায়ে ২ জনকে জরিমানা

যশোরের শার্শায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে দুই জনকে ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভুযুক্তারা হলেন, মিলন মেম্বার (৪০) ও জাকির হোসেন (৩৬)।  এদের মধ্যে মিলন মেম্বারকে ৮০ হাজার টাকা এবং জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার(২১ জানুয়ারি) বিকালে উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায়করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল বলেন, তাদের কাছে গোপন খবর আসে কৃষি জমি থেকে মাটি কেটে বাণিজ্য করায় পার্শ্ববর্তী জমির চাষাবাদ হুমকির মুখে পড়ছে। পরে অভিযান পরিচালনা করে দুই জনকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে এ জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।