রংপুরে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রংপুরের মিঠাপুকুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় লিটন মিয়া (৪০) নামের এক প্রতারককে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। এ সময় তার সাথে থাকা দুই প্রতারক পালিয়ে যান।

শনিবার (২৩ জানুয়ারি) বিকালে মিঠাপুকুর থানা পুলিশ আটকৃত লিটনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠায়।

বিজ্ঞাপন

 লিটন মিয়া মিঠাপুকুর উপজেলার বালারহাট গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, লিটন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে উপজেলার সাল্টিপুকুর গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় এলাকাবাসীর সন্দহ হয়। এ সময় তারা লিটনকে আটক করলে তার সাথে থাকা অপর দুই প্রতারক পালিয়ে যান। পরে এলাকাবাসী লিকটকে পুলিশের নিকট সোপর্দ করেন। মিঠাপুকুর থানা পুলিশ লিটনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিকালে জেল হাজতে পাঠায়।

মিঠাপুকুর থানার ওসি তদন্ত জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।