চট্টগ্রামের নির্বাচন অনিয়মের মডেল: মাহবুব তালুকদার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার/ফাইল ছবি

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার/ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনিয়মের মডেল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি বলেন, নির্বাচনকালে মোট চারজনের প্রাণহানি প্রকারান্তরে চারটি পরিবারের প্রাণহানির নামান্তর। সহিংসতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুরের ঘটনা এ নির্বাচনকে কলঙ্কিত করেছে। এ ধরনের তান্ডব বন্ধ করতে আমাদের সুষ্ঠু নির্বাচনের পথ বের করতে হবে। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন ব্যতিত তা সম্ভব হবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, চট্টগ্রাম নির্বাচনে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তাতে আমি হতাশ। নির্বাচন নিয়ে যে আশঙ্কা করেছেন তাই সত্যি হয়েছে। সাবধান বাণীতে কোনো কাজ হলো না।

বিজ্ঞাপন

চট্টগ্রাম নির্বাচনে সাড়ে ২২ ভাগ ভোট পড়েছে উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, এই ভোট কোনো গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারে না। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হলে ভোটার উপস্থিতি আরও বাড়তো বলেও মনে করেন তিনি। স্বাধীনতার পঞ্চাশ বছরে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবো না, তা মেনে নেওয়া যায় না বলেও মত দেন এই কমিশনার।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনটি একটি অনিয়মের মডেল। এই মডেল আগামী নির্বাচনে অনুসরণ করা হলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব সভায় দেশের আত্মমর্যাদা সমুন্নত রাখা সম্ভব হবে না। নির্বাচনকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের অভিযাত্রায় সামিল হওয়ার আশা প্রকাশ করেন তিনি।