রংপুরে সরকারি উদ্যোগে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালুর দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

স্মারকলিপি প্রদান

স্মারকলিপি প্রদান

রংপুরের মাহিগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল সরকারি উদ্যোগে চালুর দাবি জানিয়েছে মহানগর নাগরিক কমিটি। দাবি আদায়ে রংপুর জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলীর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। পরে সাংবাদিকদের কাছে কমিটির নেতারা বলেন, সরকারি উদ্যোগে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে মাহিগঞ্জ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে অচলাবস্থা বিরাজ করছে।

বিজ্ঞাপন

ফলে মাহিগঞ্জসহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বেসরকারি উদ্যোগে হাসপাতাল পরিচালিত হলে মুনাফা অর্জনই হবে তাদের প্রধান লক্ষ্য। যা কোনভাবেই কাম্য নয়।

বক্তারা, অবিলম্বে গরিব সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে হাসপাতাল পরিচালনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

বিজ্ঞাপন

তারা বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সরকারি উদ্যোগে হাসপাতালটি পরিচালনার দাবি জানিয়ে আসলেও গণদাবিকে উপেক্ষা করে বেসরকারি খাতে হাসপাতাল পরিচালনার সিদ্ধান্ত আত্মঘাতী।

রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী, কারমাইকেল কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক বনমালী পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মাফিজুল ইসলাম মান্টু, সাবেক ছাত্রনেতা ও রাজনীতিক পলাশ কান্তি নাগ, শ্রমিক নেতা রেদওয়ান ফেরদৌস, শিক্ষানবীশ আইনজীবী নাসির উদ্দিন সুমন, স্বপন রায়, সাইফুল্লাহ খাঁন, নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার এ সময় উপস্থিত ছিলেন।