কুমিল্লায় ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

 

কুমিল্লা নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের তিনজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন- মো.আবু সাঈদ, জনি রায় ও অমিত দত্ত।

অভিযানকালে ১৬টি রিকশা থেকে ১৬টি মোটর ও ৬৮টি ব্যাটারি অপসারণ করা হয়। তবে মোটর ও ব্যাটারি খুলে রিকশাগুলো চালকদের দিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ জানান, নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর স্যারের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। কারণ ইতিমধ্যে আমরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি প্রতিদিন এ ধরণের ৮/১০টি ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনার শিকার হয়ে যাত্রীরা আহত হচ্ছে।

কুমিল্লা নগরীতে রিকশা থেকে অপসারণ করা ব্যাটারি

তিনি আরও জানান, আমরা এখন শুধুমাত্র মোটর ও ব্যাটারি খুলে রিকশাগুলো চালকদের দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এ বিষয়ে আরও কঠোর হবো। শিগগিরই সিটি কর্পোরেশন থেকে রিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

অভিযানে জেলা পুলিশ, আনসার বিভাগ, বিওয়াইসিএফ নামক স্বেচ্ছাসেবী সংগঠন ও কুমিল্লা সিটি কর্পোরেশন সহায়তা করেছে বলে জানান তিনি।