পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৯ শতাধিক যানবাহন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৯ শতাধিক যানবাহন

পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৯ শতাধিক যানবাহন

শুক্র-শনিবারের সাধারণ ছুটির সঙ্গে যুক্ত হয়েছে ২১শে ফেব্রুয়ারির ছুটি। এতে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। সময়ের সাথে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে অপেক্ষামাণ যানবাহনের সারি। আধ ঘণ্টার নৌরুট পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলে ৯ শতাধিক যানবাহন নৌরুট পারাপারের জন্য অপেক্ষামাণ রয়েছে বলে জানান ফেরিঘাট কর্তৃপক্ষ। এর মধ্যে ৮ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক এবং শতাধিক বাস রয়েছে। ব্যক্তিগত ছোট গাড়ির বাড়তি চাপ থাকলেও অপেক্ষামাণ দীর্ঘ সারি নেই।

বিজ্ঞাপন

সরেজমিনে পাটুরিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটের আরসিএল মোড় পর্যন্ত যাত্রীবাহী বাসের সারি রয়েছে। ফেরিঘাট এলাকার ট্রাক টার্মিনাল দুইটি সাধারণ পণ্যবাহী ট্রাকে ভরপুর রয়েছে। এছাড়াও পাটুরিয়া ফেরিঘাটের ৬ কিলোমিটার আগে ঘাটমুখী সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে দিতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় শিবালয় থানা পুলিশ সদস্যদের।

এসব বিষয়ে জানতে চাইলে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কবির বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে উথুলী সংযোগ মোড় এলাকায় আটকে রাখা হচ্ছে। ঘাট এলাকায় অপেক্ষামাণ ট্রাকের সংখ্যা কমে আসলে উথুলী সংযোগ মোড় থেকে সিরিয়াল অনুযায়ী আটকে রাখা ট্রাকগুলো ঘাটে পাঠানো হবে। সবশেষ উথুলী সংযোগ মোড় থেকে আরিচা ঘাট এলাকা পর্যন্ত ৫ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আলাপ হলে ফরিদপুরগামী ট্রাক চালক বৃহস্পতিবার সন্ধ্যায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এসেছেন তিনি। তবে নদী পারাপারের জন্য এখনো ফেরির টিকিট পাননি। মধ্যরাত থেকে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৭টি ফেরি রয়েছে। এর মধ্যে যান্ত্রিক ক্রটি থাকায় বিকল অবস্থায় রয়েছে মাধবীলতা ফেরি। বাকিগুলো যানবাহন পারাপারে ব্যস্ত রয়েছে। তবে এক সঙ্গে তিন দিনের ছুটি হওয়ায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়ছে।

যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হচ্ছে। বাসের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী সাধারণ পণ্যবাহী ট্রাক নৌরুট পারাপার করা হবে বলে জানান তিনি।