কুমিল্লায় পুলিশ-জনতার যৌথ পাহারা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লায় পুলিশ-জনতার যৌথ পাহারা

কুমিল্লায় পুলিশ-জনতার যৌথ পাহারা

নিরাপদ কুমিল্লা গড়তে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। অপরাধ দমনে চালু করা হয়েছে ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ কার্যক্রম।

শুক্রবার দিবাগত রাত থেকে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়। ওইদিন রাতে জেলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহারার দায়িত্বপালনকারী সাধারণ জনগণের মাঝে ড্রেস, বাঁশি ও লাঠি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এরপর ওইদিন রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর উপজেলার বিভিন্ন স্থানে এই পুলিশ-জনতার  পাহারার যৌথ কার্যক্রম ঘুরে দেখেন।

শনিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, জনগণকে সাথে নিয়ে এক সঙ্গে কাজ করলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আর জনগণের সহযোগিতা ছাড়া পরিপূর্ণভাবে অপরাধ নির্মূল করা সম্ভব হবে না। আমরা চেষ্টা করছি সকল ভালো কাজে জনগণকে সংযুক্ত করতে। তারই একটি ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ কার্যক্রম। জেলার ১৮টি থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম চলছে। অপরাধ দমনে যেখানে প্রয়োজন সেখানেই এই কার্যক্রম শুরু হবে। আশা করছি এর মাধ্যমে অপরাধ অনেক কমে যাবে।

বিজ্ঞাপন