বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ে মারা গেছেন।

রোববার (২১মার্চ) দুপুরে দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালী গ্রামে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃতরা হলেন- ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী পাপিয়া খাতুন (৩৫) ও তাঁর ৭ বছরের শিশু কন্যা সোনালী খাতুন।

এলাকাবাসী জানান, রোববার দুপুরে মা ও মেয়ে বাসায় গোসল করতে গিয়ে পানি উত্তোলনের জন্য বৈদ্যুতিক মোটরের সুইচে হাত দিলে পাপিয়া খাতুন বিদ্যুতায়িত হন। এসময় তিনি ছটফট শুরু করলে মেয়ে সোনালী চিৎকার দিয়ে মাকে জড়িয়ে ধরে সেখান থেকে সরিয়ে নিতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। পরে উভয়কে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্বত্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বার্তা২৪.কমকে বলেন, মা ও মেয়ের মরদেহ হাসপাতালে রয়েছে। ধারণা করা হচ্ছে ওই বাসার বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে দুর্ঘটনাটি ঘটে।