জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য খোন্দকার শাহাদাৎ হোসেন আর নেই
জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও প্রবীণ সাংবাদিক খোন্দকার শাহাদাৎ হোসেন আর নেই।
তিনি রোববার ভোর সাড়ে পাঁচটায় রামপুরার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি ১৯৪৫ সালের ৭ ডিসেম্বর বরগুনা জেলার বামনায় জন্মগ্রহণ করেন।
খোন্দকার শাহাদাৎ সত্তর ও আশির দশকে সিনে পত্রিকা পূর্বানী’র সম্পাদক ছিলেন। সর্বশেষ দৈনিক ইত্তেফাকের জিএম এর দায়িত্ব পালন করেন। তিনি বাচসাস এর প্রতিষ্ঠাতা সভাপতি। অন্ধ কল্যান সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা।
আজ বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে খোন্দকার শাহাদাৎ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।