সিটিটিসির দায়িত্ব পেলেন আসাদুজ্জামান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন  উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান।

১২ এপ্রিল, ২০২১ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

বিজ্ঞাপন

ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সিটিটিসি’র অতিরিক্ত পুলিশ কমিশনারের চলতি দায়িত্বে জনস্বার্থে বদলি করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে সিটিটিসি ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। বর্তমানে তিনি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে  মো. আসাদুজ্জামান বিপিএম (বার) বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) পদে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন