বন্ধ নিউ মার্কেটের হালচিত্র

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সর্বাত্মক লকডাউনের মধ্যেই রোববার (২৫ এপ্রিল) থেকে খুলবে শপিংমলগুলো। যদিও লকডাউন তুলে নেওয়া হবে আগামী ২৮ এপ্রিল। কিন্তু ব্যবসায়ীদের দাবির মুখে লকডাউন শেষ হওয়ার দু’দিন আগেই খুলে দেওয়া হচ্ছে দেশের বিপণি বিতানগুলো। প্রায় ১২ দিন বন্ধ থাকায় এখন কী অবস্থায় আছে নিউ মার্কেট ও তৎসংলগ্ন অন্যান্য মার্কেটগুলো?

ছবি: বার্তা২৪.কম

শনিবার (২৪ এপ্রিল) সকালে নিউ মার্কেট ঘুরে দেখা যায় প্রায় সবগুলো প্রবেশ ফটক বন্ধ। তবে মার্কেটের এক নাম্বার ফটকের পকেট গেট খোলা। সেখানে মার্কেটের কয়েকজন নিজস্ব নিরাপত্তাকর্মী সতর্ক অবস্থানে আছেন। একজন চেয়ার টেবিল পেতে বসে আছেন সামনে এন্ট্রি বুক ও কলম নিয়ে। নানা জিজ্ঞাসাবাদের পর নাম এন্ট্রি করিয়ে মার্কেটের ভেতরে প্রবেশের অনুমতি পাচ্ছেন দোকান মালিক ও মার্কেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

দায়িত্বরত নিরাপত্তা তত্ত্বাবধায়ক আব্দুল কাদেরের সঙ্গে কথা হলে বার্তা২৪.কমকে বলেন, আগামীকাল মার্কেট খোলা হলেও আজ কোন ধরণের তৎপরতা নেই। সাফ, সাফাই বা অন্যান্য প্রস্তুতিমূলক কাজগুলো আগামীকাল সকালেই করবেন দোকান মালিকরা। এখন শুধু মার্কেট সংশ্লিষ্টরাই ভেতরে যেতে পারবেন। অন্য কারও ভেতরে যাওয়ার অনুমতি নেই।

ছবি: বার্তা২৪.কম

মূল ফটকেই কথা হয় দোকান মালিক মাসুম বিল্লাহর সঙ্গে। তিনি বার্তা২৪.কমকে বলেন, আজ দোকানের অবস্থা দেখতে এসেছি। নতুন মাল তোলার জন্য জায়গা ফাঁকা করতে হবে এবং সাফ, সাফাইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। কাল কি কি কাজ করতে হবে সেগুলোই নোট করতে আজ মার্কেটে আসা।

বিজ্ঞাপন

নিউ মার্কেটের ভেতরে কোনো দোকান খোলা না থাকলেও বাহিরের অংশে অল্প কিছু দোকান-পাট খুলে মালপত্র পরিষ্কার করতে দেখা গেছে। সাফ সাফাইয়ের ফাঁকে ফাঁকে দুই একজন ক্রেতারও দৃষ্টি আকর্ষণের চেষ্টা ছিলো কিন্তু তেমন সারা ছিলো ক্রেতাদের।

ছবি: বার্তা২৪.কম

এদিকে, পাশেই নিউ সুপার মার্কেট, চাঁদনি চক, গাউসিয়াসহ অন্যান্য মার্কেটগুলোর চিত্রও ছিলো একই রকম।