মাগুরায় অবিলম্বে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ
অবিলম্বে গণপরিবহন চালু ও বাস শ্রমিকদের সরকারি প্রণোদনা দেওয়ার দাবিতেশহরে বিক্ষোভ মিছিল করেছে মাগুরা জেলা বাস ও মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
রোববার (২ মে) দুপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়ন অফিস থেকে ২ শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় তারা অবিলম্বে গণপরিবহন চালু ও বাস শ্রমিকদের সরকারি প্রণোদনা দেওয়ার দাবিতে শ্লোগান দেয়।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান জানান, সারাদেশে সবকিছু চলছে কিন্তু গণপরিবহন বন্ধ রয়েছে। প্রায় ১ মাস যাবৎ গণপরিবহন বন্ধ থাকায় পরিবহন কর্মরত চালক শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। এ পযর্ন্ত সরকারের পক্ষ থেকে শ্রমিকরা কোন ত্রাণ সহায়তা পায়নি। ফলে শ্রমিক পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাবন করছে। অবিলম্বে গণপরিবহন চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান শ্রমিকরা।