‘শারীরিক তল্লাশির নামে রোজিনাকে হেনস্তা করা হয়েছে’
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে শারীরিক তল্লাশির নামে হেনস্তা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান উপস্থিত ছিলেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, আমরা অবিলম্বে রোজিনার মুক্তি চাই। তিনি এমন কিছু করেননি, যে কারণে তিনি জামিন পাবেন না। তাকে জামিন দিতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলে জানান তিনি।
তিনি আরও বলেন, রোজিনা ইসলামের ওপর আঘাত মানেই সাংবাদিকদের ওপর আঘাত। আমরা তার জামিন চেয়েছি। তথ্যমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। তিনি বিষয়টি সুন্দরভাবে সমাধান করতে চান বলে জানিয়েছেন।
ফরিদা ইয়াসমিন বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলেছি, তল্লাশির নামে তাকে হেনস্তা করা হয়েছে। আমরা এর বিচার চাই।