কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লার বরুড়ায় শিউলী আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর পরিবার বলছে, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে তার পিতার দাবি, শিউলীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
রোববার (৩০ মে) সকালে উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা (শীতলপুর) গ্রামে ওই গৃহবধূর স্বামীর ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শিউলি ওই গ্রামের মো. সীমার হোসেনের স্ত্রী এবং একই গ্রামের পূর্ব পাড়ার জয়নাল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্বামীর ঘরের একটি কক্ষে শিউলীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিহত গৃহবধূর পিতা জয়নাল জানান, যৌতুকের জন্য স্বামী তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি সঠিক তদন্তের মাধ্যমে মেয়ে হত্যার বিচার দাবি করেছেন।
বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।