গ্রেনেড হামলা মামলার রায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৷ একই সঙ্গে সরকার তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ রায় দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১০ অক্টোবর) বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিষয়ে দেওয়া তাৎক্ষণিক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আদালতকে ব্যবহার করে যে রায় দেওয়া হয়েছে তা ন্যক্কারজনক।’

মির্জা ফখরুল বলেন, ‘বিতর্কিত আব্দুল কাহার আকন্দকে পুনরায় নিয়োগ দিয়ে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে সরকার ৷ এই তদন্ত কর্মকর্তা মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিল। পরে মুফতি হান্নান তার বক্তব্য প্রত্যাহার করে নেয়। ফলে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো সাক্ষি থাকে না। এরপরও তার সাজা হলো।’

বিজ্ঞাপন

‘তাই এই রায় আমরা প্রত্যাখ্যান করলাম।’ রায়ের প্রতিবাদে রাজনৈতিক ও আইনি দুটো ব্যবস্থাই গ্রহণ করা হবে বলে জানান বিএনপি মহাসচিব । 

এছাড়া ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে কোন অভিযোগ ছিলো না। এরপরও যাবজ্জীবন রায়, কোন ভাবেই যুক্তিযুক্ত নয়।’