সীমান্তে এক মাসে সাড়ে ৯৬ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত (মে-২০২১) এক মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৯৬ কোটি ৫০ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে।

মঙ্গলবার (১ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞাপন

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৮ লাখ ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৮ হাজার ৫০৮ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৩৮ বোতল বিদেশি মদ, ১ হাজার ৮৫৮ ক্যান বিয়ার, ১ হাজার ৫৮৮ কেজি গাঁজা, ১৬ কেজি ৮৭৯ গ্রাম হেরোইন, ১৩ হাজার ৩৫৫ টি উত্তেজক ইনজেকশন, ৪ হাজার ২৮২টি ইস্কাফ সিরাপ, ২০ হাজার ৯৯৫টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ২ লাখ ৮ হাজার ৬১৫টি অন্যান্য ট্যাবলেট। 

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ২২৬ গ্রাম স্বর্ণ, ১৪ কেজি ৪৭৮ গ্রাম রূপা ১ লাখ ১ হাজার ৩১৭টি কসমেটিক্স সামগ্রী, ৭২ হাজার ৮১টি ইমিটেশন গহনা ২ হাজার ৯২৫টি শাড়ি, ১ হাজার ১৮২টি থ্রিপিস বা শার্টপিস, ২ হাজার ২৪৪ ঘনফুট কাঠ, ৮৫৭ কেজি চা পাতা, ৫ হাজার ৭৭০ কেজি কয়লা, ৫টি ট্রাক, ৩টি প্রাইভেটকার, ৪টি পিকআপ, ১৮টি সিএনজি এবং ১০৮টি মোটরসাইকেল।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি পিস্তল, ১টি রিভলবার, ২টি এলজি, ২টি ওয়ান শ্যুটারগান, ১টি পাইপ গান, ৮টি ম্যাগাজিন এবং ৩৬ রাউন্ড গুলি।

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৭৮ জন চোরাচালানকারী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৮ জন বাংলাদেশি নাগরিকসহ ৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।