গৌরীপুরে মাদকসেবন ও সংরক্ষণের দায় ৩ জনের কারাদণ্ড

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (গৌরীপুর) ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

গৌরীপুরে মাদকসেবন ও সংরক্ষণের দায় ৩ জনের কারাদণ্ড

গৌরীপুরে মাদকসেবন ও সংরক্ষণের দায় ৩ জনের কারাদণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (৮ জুন) ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম গাঁজা সহ ৩ জনকে আটক করে। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও  অর্থদণ্ড প্রদান করে হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামাগোপালপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে মো. আবু তালেব (৪০) তাকে ৮ মাস কারাদণ্ড সহ ১হাজার ৫শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, বোকাইনগর ইউনিয়নের নাহড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শওকত আকবর শরীফ (৩৮) কে ৩ মাস কারাদণ্ড সহ ৫শ টাকা অর্থদণ্ড ও পৌর শহরের গোলকপুর গ্রামের মৃত আছিম উদ্দিনের ছেলে মো. মিন্টু মিয়াকে (৩৮) ১ বছর কারাদণ্ড সহ ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।