রংপুরে দাফনের ১৫ দিন পর কলেজছাত্রীর মরদেহ উত্তোলন
রংপুরে দাফনের ১৫দিন পর আদালতের নির্দেশে ইসরাত জাহান মীম (১৯) নামের এক কলেজছাত্রীর মরদেহ উত্তোলন করেছে পুলিশ।
বুধবার (২৩ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের পরশুরাম থানার ওসি (তদন্ত) আবু মুসা সরকার বলেন, আদালতের নির্দেশে সকাল ১১টার দিকে নগরীর মুন্সীপাড়া কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানম ও মীমের স্বজনরা উপস্থিত ছিলেন।
পুলিশ ও নিহত কলেজছাত্রী মীমের স্বজনরা জানান, গত ৭ জুন নগরীর কুকরুল দক্ষিণ পাড়ার বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে ও রংপুুুর সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান মীমকে প্রতিবেশী বান্ধবী আইভি আক্তার ডেকে নিয়ে যায়। এরপর তার কোনো সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর পরের দিন ৮ জুন বাড়ির অদূরে পরিত্যক্ত একটি পুকুর থেকে মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের মরদেহ ময়নাতদন্ত না করেই দাফন করা হয়।
পরে মীমকে হত্যার অভিযোগ এনে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিহতের মা নার্গিস বেগম।
বিষয়টি আমলে নিয়ে আদালত মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা পরশুরাম থানার এস আই আলতাফ হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।