শাহবাগে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির কড়া অবস্থান
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কড়া অবস্থানে প্রশাসন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে ভ্রাম্যমাণ আদালত ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ। তারই ধারাবাহিকতায় শাহবাগ মোড়ে মঙ্গলবার (০৬ জুলাই) বেলা ১২টা থেকে স্বতন্ত্রভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি।
এসময় রাস্তায় বের হওয়া বিভিন্ন পরিবহন ও যাত্রীদের চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হয়। জানতে চাওয়া হয় বাহিরে বের হওয়ার যুক্তিসংগত কারণ।যুক্তিসংগত কারণ দেখাতে না পারলে পরিবহন ও যাত্রীদের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ আইনে জরিমানা করতে দেখা গেছে।
শাহবাগের প্রত্যেক রাস্তার মুখে বসানো হয়েছে চেকপোস্ট। এসব চেকপোস্টে রাস্তায় বের হওয়া যানবাহন আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের আওতামুক্ত ছিলো জরুরি পরিষেবার আওতায় যানবাহনগুলো।
মৎস্য ভবনমুখী চেকপোস্টে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বার্তা২৪.কম-কে জানান, নিয়ম না মেনে যারা ভায়োলেন্স করতে চায় তাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, বিনা কারণে যেসব মানুষ রাস্তায় বেরিয়েছেন তারা শাস্তিযোগ্য অপরাধ করছেন। এই ধরনের প্রায় পনের জন মানুষ আজ জরিমানার আওতায় এসেছে।
সেনাবাহিনীর সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থাকা তানভীর ফরহাদ শামীম বার্তা২৪.কম-কে বলেন, কারণ ছাড়া রাস্তায় বের হলেই জিজ্ঞাসাবাদ করে আইনের আওতায় আনা হচ্ছে। জরিমানা করা না হলেও যারা বিনা কারণে রাস্তায় নেমেছেন তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
মাস্ক না পরায় এসময় অনেককে জরিমানা করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত র্যাবের ভ্রাম্যমাণ আদালত থেকে ১৩ জনকে সাত হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।