ডিবি সেজে জরিমানা, যুবক গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জরিমানা করার সময় রক্তিম সরকার (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৭ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলার বাগজানা ঘোড়াপা এলাকায়।
গ্রেফতারকৃত রক্তিম সরকার পাঁচবিবি পৌরসভার দমদমা এলাকার আনিসুর রহমানের ছেলে।
পাঁচবিবি থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম সারওয়ার হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর বাগজানার ঘোড়াপা এলাকার কয়েকজন গ্রামের মানুষ বাইরে বের হয়েছিলেন। তারা কেন বাইরে বের হয়েছে এমন ধমক দিয়ে ৫ হাজার টাকা জরিমনা করে রক্তিম ও তার সাথে থাকা অজ্ঞাত আরেক যুবক। ভুক্তভোগীরা কয়েকজন মিলে ২ হাজার টাকা তাদের দিয়ে দেয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হওয়ায় রক্তিমকে আটক করে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা নেওয়ার অভিযোগে মামলা পর বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অজ্ঞাত আরেক যুবককে পরিচয় ও গ্রেফতারের চেষ্টা চলছে।