টিকা ছাড়া রোগীরাই বেশি ঝুঁকিতে
আমেরিকার সর্বশেষ এক গবেষণার তথ্য অনুসারে টিকা নেওয়ার পর শুধু কভিডে আক্রান্ত হওয়ার কারণে আইসিইউতে যাওয়ার হার ২ শতাংশ। বড়জোর কোথাও কোথাও এটা ৫ শতাংশ পর্যন্ত হতে পারে। অর্থাৎ যারা টিকা নিয়েছে তাদের গড়ে ৯৫ শতাংশ সুরক্ষা মিলছে। এদিকে গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশের হাসপাতালগুলোর তথ্য ও বিশেষজ্ঞদের বক্তব্য থেকেও বোঝা যায়, যারা টিকা নেয়নি বা কোনো কারণে নিতে পারেনি, তারা করোনায় আক্রান্ত হলে টিকা নেওয়া ব্যক্তিদের চেয়ে বেশি ঝুঁকিতে থাকে।
বাংলাদেশ মেডিসিন সোসাইটির মহাসচিব ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদুল কবীর গণমাধ্যমকে বলেছেন, আমি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কভিড রোগীদের তথ্য পর্যালোচনা করে দেখেছি, ৮০ শতাংশই টিকা নেয়নি। বাকি ২০ শতাংশ টিকা নিয়েও আক্রান্ত হয়েছে এবং জটিলতায় পড়েছে। এ ক্ষেত্রে সবার মনে রাখতে হবে কোনো টিকাই এখন পর্যন্ত শতভাগ নিরাপত্তা দিচ্ছে না। ফলে একটা গ্যাপ থেকেই যাচ্ছে। তাই টিকা দেওয়ার পরও স্বাস্থ্যবিধি মানতে হবে, বিশেষ করে মাস্ক পরতেই হবে, যতক্ষণ না দেশের সবার টিকা নিশ্চিত করা যাবে।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহম্মেদ গণমাধ্যমকে বলেছেন, ক্রিটিক্যাল অবস্থায় যারা আসছে এবং যাদের লাইফ সাপোর্টে নিতে হচ্ছে, তাদের বেশির ভাগ টিকা নেয়নি। আর যাদের টিকা নিয়েও হাসপাতালে আসতে হচ্ছে, তাদের বেশির ভাগই দ্রুত সেরে উঠছে। কারো কারো হয়তো আগে থেকে নানামুখী জটিলতা থাকার কারণে ফেরানো কঠিন হয়ে পড়ে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট—আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়ে যাদের আইসিইউতে যেতে হচ্ছে, তাদের আগে থেকেই দুরারোগ্য কোনো না কোনো জটিল সমস্যা থাকে, যেখান থেকে রোগীকে ফেরানোর কোনো উপায় থাকে না।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বিঘ্ন রাখতে এবং বেশির ভাগ নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে এখন থেকে পর্যায়ক্রমে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককেই ভ্যাকসিন প্রদান করা হবে। এরই মধ্যে সরকারের আইসিটি বিভাগের আওতাধীন জাতীয় সুরক্ষা অ্যাপে ১৮ বছরের ঊর্ধ্বের শিক্ষার্থী ও ফ্রনলাইনারদের সন্তানরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে রেজিস্ট্রেশন করতে পারে সে ব্যাপারে একটি নির্দেশনাও দেওয়া হয়েছে।