নৌকায় অতিরিক্ত যাত্রী, ছাউনী ভেঙে আহত ৩০

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ঘাটে ইঞ্জিন চালিত নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকার ছাউনী ভেঙে অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ আগস্ট) সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে নৌকার যাত্রী, স্থানীয় জনগণ ও নৌকা চালকের মধ্যে হাতাহাতি হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত যাত্রী বহনকারী নৌকাটি মোগলবাসা ঘাট থেকে রৌমারীর দিকে যাত্রা আরম্ভ করলে ছাউনী ওপরে অতিরিক্ত যাত্রী থাকায় যাত্রীর ওজনে ছাউনী ভেঙে নিচে থাকা যাত্রীর ওপর পরে। ফলে ঘটনাস্থলেই ৩০ জন আহত হয়। তবে কেউ গুরুতর আহত হয়নি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, বিষয়টি সম্পর্কে আমাকে কেউ এখনও অবগত করেনি। আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

বিজ্ঞাপন