নোয়াখালীতে একদিনে আরও ২৮৩ করোনার শনাক্ত, মৃত্যু ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ১৭ শতাংশ। এদিন ৮৫৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সতের হাজার ৯০৪ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৬ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়ায় ৩ জন, বেগমগঞ্জে ৬৩ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিলে ২৬ জন, সেনবাগে ২৯ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৫ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, সুবর্ণচরে ৩ জন, হাতিয়ায় ১ জন, বেগমগঞ্জে ৩৫ জন, সোনাইমুড়ীতে ৫৯ জন, চাটখিলে ৬৯ জন, সেনবাগে ২২ জন, কোম্পানীগঞ্জে ৩৩ জন, কবিরহাটে ১৩ জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন বার হাজার ৪৫০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৫৩ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ২৪৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৯ জন।