পাঁচ উপজেলাতেই মিলবে রাজবাড়ী হেল্পলাইনের অক্সিজেন সেবা
‘চলো রাজবাড়ী একসাথে দাঁড়াও তোমার রাজবাড়ীর পাশে’ এই স্লোগান নিয়ে এপ্রিল মাসে মাত্র ১৫টা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করে ফেসবুক ভিত্তিক রাজবাড়ীর সবচেয়ে জনপ্রিয় সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন। করোনায় আক্রান্ত মুমূর্ষু অসহায় গরিব মানুষকে বিনামূল্য অক্সিজেন সেবা দিয়ে যেতে থাকে এই সংগঠনটি।
দিনদিন রাজবাড়ীতে এদের মানবিক কার্যক্রম জনপ্রিয়তার শীর্ষে উঠে যায়। চাহিদা বেড়ে যায় অক্সিজেন সিলিন্ডারে। সমাজের বিত্তবানদের সহযোগিতায় এখন এই সংগঠনটির সংগ্রহে রয়েছে ৫২টি অক্সিজেন সিলিন্ডার। যেগুলো দিয়ে ইতিমধ্যেই এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা দুই শতাধিকেরও বেশি মুমূর্ষু রোগীকে জরুরি মুহূর্তে অক্সিজেন সেবা দিতে পেরেছি।
জরুরি মুহূর্তে দ্রুত রোগীর কাছে অক্সিজেন সেবা পৌঁছে দিতে জেলার ৫টি উপজেলার স্বেচ্ছাসেবকরা সর্বদা প্রস্তুত। এখন থেকে প্রয়োজনীয় ডকুমেন্টসহ উপজেলা থেকেই সবাই রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের ফ্রি অক্সিজেন সেবা নিতে পারবেন বলে জানান সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোখলেছুর রহমান।
তিনি বার্তা২৪.কম-কে বলেন, উপজেলা থেকে জেলা পর্যায়ে এসে একজন রোগীর অভিভাবকে অক্সিজেন সিলিন্ডার নিতে অনেক সময় ও অর্থের অপচয় হয়। সাধারণ এসকল মানুষের সেবা দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে আমরা জেলার পাঁচটি উপজেলাতেই আমাদের এই সেবা চালু করেছি।
ফ্রি অক্সিজেন সেবা নিতে যা করতে হবে-
>> রোগীর অক্সিজেন প্রয়োজন উল্লেখসহ চিকিৎসকের প্রেসক্রিপশন ৷
>> রোগীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
>> গ্রহীতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।