দক্ষিণাঞ্চলের পর্যটনকেন্দ্র খুলতে জোরেশোরে চলছে প্রস্তুতি

  • জহির রায়হান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্ত২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১৯ আগস্ট থেকে সারাদেশে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র খোলার অনুমোদন দিয়েছেন মন্ত্রিপরিষদ। তবে এসব প্রতিষ্ঠানের ধারণক্ষমতার অর্ধেক দর্শনার্থী প্রবেশ বা থাকতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়৷

এই আদেশের পর পরই বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলের সকল পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র খোলার প্রস্তুতি নিচ্ছেন স্ব স্ব কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত ও স্বাস্থ্য অধিদপ্তরের বেঁধে দেওয়া সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব কেন্দ্র খুলতে হবে। পাশাপাশি স্বাস্থ্য বিধি না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন মাঠ প্রশাসন।

barta24

বিজ্ঞাপন

পর্যটন ও বিনোদন কেন্দ্র সূত্রে জানা গেছে, সাগরকন্যা কুয়াকাটা, ঝালকাঠির ভাসমান পেয়ারা বিক্রির হাট, বরিশালের লাল শাপলার বিল, দূর্গাসাগর, প্লানেট পার্ক, বায়তুল আমান (গুঠিয়া) মসজিদ, মুক্তিযোদ্ধা পার্ক, ত্রিশ গোডাউন, বধ্যভূমি, স্বাধীনতা পার্ক, আরজ আলী মাতব্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়, শেরে-বাংলা জাদুঘর, পিরোজপুরের ডিসি পার্ক, ঝালকাঠীর ইকোপার্ক, পটুয়াখালীর পায়রা বন্দর (সংরক্ষিত), বরগুনার সোনাকাটা ইকোপার্ক, হরিণঘাটা পার্ক, শূভ সন্ধ্যা, ভোলার জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বঙ্গবন্ধু পার্কসহ বরিশাল বিভাগের সকল পর্যটন ও বিনোদন কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে ১৯ আগস্ট খোলা হবে।

সরকারি প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলতি বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছিল।

barta24

ঈদের পর ২৩ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়। যা প্রথমে ৫ আগস্ট পর্যন্ত ছিল। পরে তা ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। পড়ে ১১ আগস্ট থেকে প্রায় সব খুলে দেওয়া হয়েছে।

সানজিদা আক্তার মুন নামে এক শিক্ষার্থী জানান, করোনার বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আবার তার ভিতরে লকডাউন। সব মিলিয়ে ঘরবন্ধী অবস্থায় আছি। ১৯ আগস্ট যদি বিনোদন কেন্দ্র খোলা হয় তাহলে স্বাস্থ্য বিধি মেনে পরিবার কে নিয়ে ঘুরতে বের হবো। অথবা কোথায় বেড়াতে যাবো।

barta24

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম মোতালেব শরিফ বার্তা২৪.কম কে জানান, ১৯ আগস্ট থেকে শর্তসাপেক্ষ হোটেল মোটেল খোলার আদেশের একটি চিঠি পেয়েছি। সে অনুযায়ী হোটেল মোটেল খোলার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা - কর্মচারীকে ছুটি দেয়া হয়েছে তাদের কে যথাসময়ে যোগদানের জন্য বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অনুযায়ী হোটেল মোটেল সব ধরনের স্বাস্থ্য বিধি শতভাগ মানা হবে বলেও জানান এই সভাপতি।

barta24

বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল বার্তা২৪.কম কে জানান, আগামী ১৯ আগস্ট থেকে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রে প্রবেশে সব ক্ষেত্রে মাস্ক পরিধান ও স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

পাশাপাশি মন্ত্রীপরিষদ বিভাগের আদেশ অনুযায়ী এসব প্রতিষ্ঠানের ধারণক্ষমতার অর্ধেক দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। তাই যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব বহন করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।