সেনবাগে আগুনে পুড়ে ৫ ঘর ভস্মীভূত
নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে আগুনে পুড়ে ৫টি ঘর ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ইসমাইল জাগিদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্নিকান্ডের সূত্রপাতের পর প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে স্থানীয় এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর গ্রামের ইসমাইল জাগিদার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি বসত ঘরে আগুন লেগে যায়। পরে ওই আগুন ছড়িয়ে পড়লে একই বাড়ির আরও ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ফাইয়ার ফাইটার ম্যান মাহবুব আলম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার পথে আমরা মাঝ পথ থেকে ফিরে আসি। স্থানীয় এলাকাবাসী জানায় তারা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এর আগে ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।