সাভারে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা, আটক ৩
ঢাকার সাভারে জোরপূর্বক সাইনবোর্ড টাঙিয়ে জমি দখল চেষ্টার অভিযোগে তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে বার্তা২৪.কম-কে এ তথ্য জানান সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুস সবুর খাঁন।
এরআগে সোমবার (২৩ আগস্ট) রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে জয়নাল আবেদীন পাপ্পু নামের এক ব্যক্তির ৩৯ শতাংশ জমি রয়েছে। গতকাল ওই জমি দখল করার জন্য একদল সন্ত্রাসী জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দখল করার চেষ্টা করে। পরে ভুক্তভোগী সাভার মডেল থানায় জমি দখলকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে পুলিশ রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী শরিফুল (৩৫), ওহিদুল ইসলাম (৪০) ও মানিক মিয়াকে (৩৫) আটক করে। আটককৃতদের আজ সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুস সবুর খাঁন বলেন, ভুক্তভোগী ব্যক্তি ছয়জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে, মামলার বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।