বিপৎসীমার ওপরে ধরলার পানি, শুরু হয়েছে ভাঙন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

বিপৎসীমার ওপরে ধরলার পানি, শুরু হয়েছে ভাঙন

বিপৎসীমার ওপরে ধরলার পানি, শুরু হয়েছে ভাঙন

গত দুই দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বেড়েছে ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমারসহ অন্যান্য নদ-নদীর পানিও। এতে করে ধরলাসহ অন্যান্য নদ-নদীর অববাহিকার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে নীচু এলাকার রোপা আমন, পটলসহ বিভিন্ন সবজি ক্ষেত তলিয়ে গেছে। এদিকে পানি বাড়ার সাথে সাথে জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার, গঙ্গাধর নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙন।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম জানান, ভারী বৃষ্টি ও উজানের পানিতে দ্বিতীয় দফায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সেতু পয়েন্টে ধরলার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে এই মুহূর্তে বড় ধরনের বন্যার কোন আশংকা নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন