চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৮’শ ৪০ গ্রাম হেরোইনসহ মো. সুমন ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে।

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের রাণিহাটি বাজারে অভিযান চালায় র‌্যাব-৫ সদস্যরা।

বিজ্ঞাপন

আটককৃত যুবক হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের মো. মাইনুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে জেলার শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের রাণীহাটি বাজারস্থ জনৈক মোস্তফার মার্কেটের আব্দুল কাদেরের মোবাইলের দোকানের সামনের গলি পথে অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে।

বিজ্ঞাপন

এ তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার মো. ওমর আলী’র নেতৃত্বে র‌্যাব সদস্যরা বুধবার দুপুর পৌনে ১টার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ তাকে আটক করে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা একটি দায়ের হয়েছে।