দর্শনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পরে গনি ইয়ামিন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

নিহত গনি ইয়ামিন দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের আশরাফুল আলমের ছেলে সেসে দর্শনার আনোয়ারপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার হঠাৎ পাড়া আনোয়ারপুর নামক স্থান রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কেটে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপুরের বাইসাইকেল যোগে খাবার খাওয়ার উদ্দেশ্য বাড়িতে যাওয়ার সময় রেল লাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান জানান, ট্রেনে কেটে শরীরের বাম পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে এ ঘটনায় অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিক উদ্দিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঊর্ধ্বমুখী রকেট মেইল ট্রেনটি দর্শনা হঠাৎ পাড়া আনোয়ারপুর নামক স্থানে ট্রেনে কেটে ওই মাদ্রাসা ছাত্র নিহত হন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।