জিয়ার আমলে ১২০ সেনা সদস্যদের হত্যার বিচার চেয়েছে স্বজনেরা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেয়া ১২০ সেনাসদস্যের হত্যার বিচার দাবি করেছে পরিবারের স্বজনরা।
শুক্রবার (০১ অক্টোবর) ফাঁসি দেওয়া সেনাসদস্য পরিবারের স্বজনরা পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান।
স্বজনরা বলেন, আজ থেকে ৪৪ বছর আগে ১৯৭৭ সালের ২ অক্টোবর জাপানি বিমান ছিনতাইয়ের ঘটনায় ঢাকা বিমানবন্দরে বিদ্রোহ দমনের নামে সংগঠিত অসংখ্য সেনা ও বিমান বাহিনীর সদস্যদের বে-আইনীভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়।
তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে সেনা ও বিমানবাহিনীতে কর্মরত সদস্যদের ফাঁসি দেয়া হয়েছিল। রাতের আঁধারে কারফিউ দিয়ে ফাঁসি কার্যকর করা হয়।
এমনকি কোনো প্রকার ধর্মীয় সৎকার ছাড়াই লাশগুলো আজিমপুর কবরস্থানে মাটিচাপা দেয়া হয় বলেও অভিযোগ করেন তারা। স্বজনরা বলেন, তারা জানেন না কোথায় তার স্বজনের কবর।
এই হত্যাকাণ্ডকে নির্মম উল্লেখ করে এর বিচারের পাশাপাশি রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শিকার মানুষগুলোকে নির্দোষ হিসেবে দায়মুক্তি দেয়ার দাবি জানান স্বজনরা।
এ সময় নিহতদের স্মরণে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।