পদ্মা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোয়ালডুবি এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক কন্যা শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীতে এক কন্যা শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। শিশুটির বয়স আনুমানিক ৬ বছর হবে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানান ওসি।