ডিএমপির কুইক রেসপন্স টিমের হটলাইন চালু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবসময় তৎপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের কুইক রেসপন্স টিম। এরই ধারাবাহিকতায় ‘নারী ও শিশু নির্যাতনকে না বলুন’- এ প্রত্যয় সামনে রেখে একটি হটলাইন নম্বর (০১৩২০০৪২০৫৫) চালু করেছে ডিএমপির কুইক রেসপন্স টিম।

সোমবার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় নির্যাতনের শিকার যে কোনো বয়সের নারী ও শিশুকে উদ্ধারপূর্বক আইনি সহায়তা দিতে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই কাজ করছে কুইক রেসপন্স টিম।

দেশের যে কোনো স্থান থেকে নির্যাতনের শিকার নারী-শিশুরা এ হটলাইন নম্বরে যোগাযোগ করে সব ধরনের আইনি পরামর্শ ও সহায়তা নিতে পারবে।

বিজ্ঞাপন