ধীরগতিতে চলছে শিশুপার্কের উন্নয়নমূলক কাজ
ধীরগতিতে চলছে শাহবাগ শিশুপার্কের উন্নয়ন মূলক আধুনিকায়নে কাজ। শিশু কিশোরদের বিনোদনের অন্যতম স্থান রাজধানীর শাহবাগের শিশুপার্ক। কিন্তু আধুনিকায়নের জন্য পার্কটি দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। এর ফলে বিনোদনের কোনও জায়গা পাচ্ছে না নগরীতে বেড়ে ওঠা শিশুরা।
বহুদিন যাবৎ চলছে আন্ডার গ্রাউন্ড পার্কিং নির্মাণের কাজই। কবে কাজ শেষ হবে, কবে পার্ক খুলবে তাও জানা নেই কারো।
আধুনিকায়নের জন্য ২০১৯ সালের জানুয়ারিতে বন্ধ ঘোষণা করা হয় শিশু পার্ক। সে বছর ডিসেম্বর মধ্যে পার্কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল।
কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় থেকে প্রায় দুই বছর অতিবাহিত হতে চলেছে। কাজের তেমন অগ্রগতি নেই। থেমে থেমে চলছে কাজ। পার্কটি চালু হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এরই মধ্যে হতাশা দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে।
১৯৭৯ সালে ‘শহীদ জিয়া শিশুপার্ক’ নামে পার্কটি প্রতিষ্ঠিত হয়। শিশুদের বিনোদনের জন্য পাবলিক সেক্টরে প্রতিষ্ঠিত দেশের প্রথম এই শিশুপার্কটি ১৯৮৩ সাল থেকে বিনোদন কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে।