আমাদের হাতে আমাদের ভবিষ্যৎ

  • নিউজ ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্ব হাত ধোয়া দিবস আজ।

বিশ্ব হাত ধোয়া দিবস আজ।

বিশ্ব হাত ধোয়া দিবস আজ। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। সাধারণ মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এ দিবসটি পালিত হয়ে থাকে। এবারের প্রতিপাদ্য, আওয়ার ফিউচার ইজ অ্যাট হ্যান্ড—লেটস মুভ ফরোয়ার্ড টুগেদার বা আমাদের হাতে আমাদের ভবিষ্যৎ—চলো একসঙ্গে এগিয়ে চলি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে হাত ধুতে পারলে ২০ ধরনের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব। করোনাকালে হাত ধোয়ার গুরুত্ব যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য হাত ধোয়াকে একটা অভ্যাসে পরিণত করার কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন

২০০৮ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি পালন করে গ্লোবাল হ্যান্ডওয়াশিং পার্টনারশিপ। প্রতিবছর বিশ্বে প্রায় ২০ কোটি মানুষ হাত দোয়া দিবস পালন করে। ২০১৪ সালে বিশ্ব হাত ধোয়া দিবসে ভারতের মধ্যপ্রদেশে ১২ লাখ ৭৬ হাজার ৪২৫ শিশু একসঙ্গে হাত ধুয়ে একটা বিশ্ব রেকর্ড গড়ে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি দেয়।

 

বিজ্ঞাপন