তালতলীতে খামারির বাড়িতে চুরি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বরগুনার তালতলীতে শহিদুল মীর নামের এক গরুর খামারির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় বাড়িতে থাকা নগদ ৩ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে যায় চোর চক্র।

শুক্রবার (১৫ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার গেন্ডামারা এলাকায় শহিদুল মীরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তালতলী থানায় একটি চুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ছোটবগী ইউনিয়নের গেন্ডামারা এলাকার গরুর খামারির শহিদুল মীরের স্ত্রী খোরশেদা বেগম রাত ২টার দিকে বাহিরে বের হওয়ার জন্য দরজা খুলে। এমন সময় আগে থেকে ওতপেতে থাকা ৩-৪ জনের একটি চোর চক্র জোরপূর্বক দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করেন। ঘরে থাকা শহিদুল ও তার স্ত্রী এবং ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলেন। পরে ঘরে থাকা নগত ৩ লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণ অলঙ্কার ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়।

সকালে স্থানীয়রা শহিদুল মীর ও তার স্ত্রী খোরশেদা এবং ছেলে খাইরুল মীরকে উদ্ধার করেন। পরে বিষয়টি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) সমীর সরকার ও তালতলী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়াসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

গরুর খামারির শহিদুল মীর বলেন, আমার স্ত্রীর বাহিরে যাওয়ার সময় দরজা খুলতেই ৩-৪ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করেন। তার চিৎকারে আমাদের ঘুম ভেঙ্গে যায়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের বেঁধে ফেলে। পরে আমার সাথে থাকা ঘরের সকল তালার চাবি নিয়ে আলমারি খুলে নগত টাকা, স্বর্ণ অলঙ্কার ও মোবাইল নিয়ে যায়।

তালতলী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। চোর চক্রের সাথে যারা জড়িত আছে তাদের শনাক্তের ও গ্রেফতারের চেষ্টা চলছে।