সুন্দরবনে ১৮টি হরিণের চামড়াসহ শিকারি আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুন্দরবন থেকে শিকার করা ১৮টি হরিণের চামড়াসহ দুই চোরা শিকারিকে আটক করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা।

র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজার এলাকা থেকে চোরা শিকারি হাকিম ও কামরুলকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে ১৮টি হরিণের চামড়া, দু’টি মোবাইল ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়। পরস্পর যোগসাজশে সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়াসহ হরিণের মাংস সংগ্রহ করে বেশি মুনাফার লোভে দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন দুই চোরা শিকারি।

আটককৃতদের বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হবে। আটকৃত দুই চোরা শিকারি হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবনিয়া এলাকার মোঃ আব্দুল হাকিম (৫০) ও একই জেলার শরণখোলা উপজেলার সোনাতলার আলী মিয়া হাওলাদারের ছেলে মোঃ কামরুল ইসলাম (৩৫)। 

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে ১৯টি হরিণের চামড়াসহ দুই চোরা শিকারিকে আটক করে বাগেরহাট জেলা পুলিশ।