মানিকগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ-হরিরামপুর সড়কে কৌড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকার মামুন মিয়া (২৫) ও সদর উপজেলার পূর্ব বেতিলা গ্রামের সবুজ মিয়া (২৪)। একই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে পেশাগত কাজ শেষে একটি মোটরসাইকেলে মানিকগঞ্জে ফিরছিলেন মামুন ও সবুজ। তাদের মোটরসাইকেলটি কৌড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক ও আরোহীসহ চারজনই আহত হন। পরে তাঁদের উদ্ধার করে জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মামুন ও সবুজকে মৃত ঘোষণা করেন।
হরিরামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।