জাতীয় জাদুঘরে ‘সুইজারল্যান্ড কর্নার’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় জাদুঘরে ‘সুইজারল্যান্ড কর্নার’

জাতীয় জাদুঘরে ‘সুইজারল্যান্ড কর্নার’

বাংলাদেশ জাতীয় জাদুঘরে ‘সুইজারল্যান্ড কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) জাদুঘরের বিশ্ব সভ্যতা গ্যালারিতে নতুনভাবে সাজানো ‘সুইজারল্যান্ড কর্নার’ উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআর্ড।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত শিউআর্ড বলেন, জাতীয় জাদুঘরে সুইস কর্নার বাংলাদেশে সুইজারল্যান্ডের ক্রমবর্ধমান সম্পর্কের একটি অনন্য মাইলফলক।

এসময় তিনি সুইজারল্যান্ড সম্পর্কে আরও জানতে সকলকে পরিবার ও বন্ধুদের নিয়ে এ কর্নার ঘুরে দেখার আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

সংস্কৃতি প্রতিমন্ত্রী তার বক্তব্যে শিল্প ও সংস্কৃতিসহ সকলক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অধিক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

গ্যালারি ঘুরে দেখা যায়, বিশ্বসভ্যতা অংশে সুইজারল্যান্ড কর্নারে মাল্টিমিডিয়াসহ ১০০টিরও বেশি সুইস প্রদর্শনী রয়েছে। স্থায়ী এই প্রদর্শনীটি জাদুঘরের সকল দর্শনার্থীদের জন্যই উন্মুক্ত।