নাটোরে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাটোরে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার দিয়ারভিটা গ্রামের সোহরাব হোসেনের ছেলে মোহম্মদ তারেক ও নিঙ্গল প্রমাণিকের ছেলে রকিবুল ইসলাম।

বিজ্ঞাপন

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ জানান, রাজশাহী থেকে নাটোর শহরমুখি একটি পিকআপের সাথে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন তারেক ও রকিবুল গুরুতর জখম হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধর করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে রকিবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রকিবুল ইসলাম মারা যায়। নিহত তারেকের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে।

বিজ্ঞাপন