সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাবি শিক্ষার্থীদের মশাল মিছিল
কুমিল্লার পূজা মন্ডপে কোরআন অবমাননার জের ধরে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা, হামলা ও হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মঙ্লবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় মিছিলটি সুনামগঞ্জ রোডে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে একই পথ ধরে ফিরে এসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এসময় একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা।
মিছিলে শিক্ষার্থীরা সারাদেশে আগুন জ্বলে প্রশাসন কি করে? সন্ত্রাসবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মৌলবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মৌলবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ধর্মের নামে অজ্ঞতা বন্ধ কর করতে হবে, জানমালের নিরাপত্তা দিয়ে দাও দিতে হবে, সোনার দেশের সোনার ছেলে সহিংসতা কোথায় পেলে? সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ কর করতে হবে, সাম্প্রদায়িক বিভেদ ভুলো সমাধানের আওয়াজ তোল ইত্যাদি শ্লোগান দিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় ।
সমাবেশে শিক্ষার্থীরা দেশে চলমান সহিংসতার সাথে জড়িতদের দ্রুত বিচারেরর দাবি জানায় এবং সকলে মিলে এ প্রতিবাদী আন্দোলনকে গণআন্দোলনে রূপ দেওয়ার দাবি জানান।