ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহ মহানগরীর আকুয়া বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, আকুয়া বাইপাস এলাকায় র‌্যাব -১৪ কার্যালয়ের সামনে মুক্তাগাছাগামী একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হতাহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে এবং অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত দুই জনই পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরে ট্রাকটিকে আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন