রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে তরুণ গ্রেফতার
রংপুরের পীরগাছায় সোহানুর রহমান রাতুল (১৫) নামে এক তরুণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোহানুর রহমান রাতুল উপজেলার পারুল ইউনিয়নের পশ্চিম পারুল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোহানুর রহমান রাতুল অন্যের আইডিতে পোস্ট দেওয়া বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ ছবির স্ক্রিনশট নেন। পরে সেই ব্যঙ্গ করা ছবির স্ক্রিনশট নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে পুলিশকে খবর দেওয়া হয়। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে পীরগাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ । পরে শনিবার রাতে সোহানুর রহমান রাতুলকে তার বাড়ি থেকে আটক করা হয়।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, সোহানুর রহমান রাতুল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।