কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার মামলা সিআইডিতে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লায় ধর্মীয় অবমাননার জেরে সম্প্রতি ঘটা সাম্প্রদায়িক সহিংসতার জন্য দায়ের করা পুলিশের তদন্তনাধীন মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে মামলাটির তদন্ত কাজ শুরু করেছে সংস্থাটি।

রোববার (২৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, কুমিল্লায় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মূল মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এই মামলা তদন্ত করবে সিআইডি বলে জানান তিনি।

প্রসঙ্গত, কুমিল্লায় কোরআন শরিফ অবমাননার জেরে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাগুলো দায়ের করা হয়।

বিজ্ঞাপন

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গত ১৩ অক্টোবরের ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, তথ্য ও প্রযুক্তি আইনে এবং সহিংসতার ঘটনার অভিযোগে মোট চারটি মামলা করা হয়েছে। চার মামলায় এ পর্যন্ত ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।