দুই দশকে সুন্দরবনের সম্পদমূল্য বেড়েছে ৪০২ শতাংশ
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের বাংলাদেশ অংশের সম্পদমূল্য ২০১৮ সাল পর্যন্ত দুই দশকের বেশি সময়ে বেড়েছে ৪০২ শতাংশ। বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
১৯৯৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে ১৪৬টি দেশের তথ্যের ভিত্তিতে ‘দ্য চেইঞ্জিং ওয়েলথ অব নেশনস ২০২১’ শিরোনামে বিশ্ব সম্পদের পরিবর্তন নিয়ে প্রথমবারের মতো প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক। প্রাকৃতিক পুঁজি, মানব পুঁজি ও উৎপন্ন পুঁজি- এই তিন ধরনকে পরিমাপের মাধ্যমে জাতীয় সম্পদের হিসাব করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৫ সালে বাংলাদেশে মাথাপিছু প্রাকৃতিক সম্পদ ছিল এক হাজার ডলার। এটি ২০১৮ সালে বেড়ে হয়েছে এক হাজার ২০০ ডলার। তবে দেশের মোট জাতীয় সম্পদে প্রাকৃতিক সম্পদের হার অনেকটাই কমেছে। ১৯৯৫ সালে দেশের মোট জাতীয় সম্পদে প্রাকৃতিক সম্পদের অবদান ছিল ১২ শতাংশ। এটি কমে হয়েছে ৬ দশমিক ৩ শতাংশ। এ ক্ষেত্রে মানবসম্পদের অবদান এখন ৬৬ দশমিক ৩ শতাংশ। আর উৎপাদিত সম্পদ ২৭ দশমিক ৪ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ম্যানগ্রোভ (সুন্দরবন) সম্পদমূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। ১৯৯৫ সালে ছিল যেখানে ২০৪ কোটি ডলার, সেখানে ২০১৮ সালে এই সম্পদের মূল্য চার গুণ বা ৪০২ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ২৩ কোটি ৬০ লাখ ডলার। যে কয়টি দেশে দ্রুত ম্যানগ্রোভের সম্পদ মূল্য বেড়েছে, তার অন্যতম বাংলাদেশ। এ খাতে সম্পদ মূল্য বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১৯টি দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। তালিকায় শীর্ষে চীন ও ভিয়েতনাম দ্বিতীয়। ম্যানগ্রোভের বিস্তৃতি, বন্যার ঝুঁকি, বন্যা থেকে ধ্বংসের ঝুঁকিতে থাকা উৎপন্ন পুঁজির পরিমাণ বিবেচনায় নিয়ে ম্যানগ্রোভের মূল্য ও এর পরিবর্তন পরিমাপ করেছে বিশ্বব্যাংক।