ভেজাল খাদ্যপণ্য আমদানি ও বিক্রির অভিযোগে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহে ভেজাল খাদ্যপণ্য আমদানি ও বিক্রির অভিযোগে জরিমানাময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে ভেজাল খাদ্যপণ্য আমদানি ও বিক্রির অভিযোগে পিকে এন্টারপ্রাইজ নামে এক পাইকারী ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে তিন লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ নভেম্বর) রাতে অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রোট মো. এরশাদুল আহমেদ উজ্জল। এসময় জেলা পুলিশ, র‍্যাব-১৪ ও ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, ভেজাল খাদ্যপণ্য আমদানি ও বিক্রির অভিযোগে মেছুয়া বাজারের পিকে এন্টারপ্রাইজ নামক এক ব্যবসা প্রতিষ্ঠানে (দোকান) অভিযান চালানো হয়।

অভিযানের সময় দোকানে অনুমোদনহীন বিভিন্ন ভেজাল পণ্য আমদানি, বিক্রি, মজুত করায় ওই প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়। এছাড়াও ওই দোকান থেকে আমদানির সিলবিহীন ও চালানবিহীন বিভিন্ন খাদ্য উপকরণও জব্দ করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন